Breaking Ticker

Ekti Bangla Gaan // একটি দেহতত্ত্ব বাংলা গান।

নমস্কার, সনাতন ধর্মের জয়। আজকের পোস্টে আমি একটি দেহতত্ত্ব Bangla gaan নিয়ে আলোচনা করবো। আসলে এটি একটি Bangladeshi gaan। বাংলাদেশি গান হলেও এটা কিন্তু একটি দেহতত্ত্ব গান। যারা এই গানটির মানে বুজবেন তাদের জন্য এই গানটি অমৃত সমান হতে চলেছে। আর যারা গানটিকে গভীরভাবে  বুজবেন না, তাদেরও গানটি ভালো লাগবে। এটি দেহতত্ত্ব গান, তাই গানটিকে দেহ নিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করবেন। তবে আমি গানটির মাধ্যমে কিছু কিছু বোঝানোর চেষ্টা করবো। তাহলে শুরু করি।


গানটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। গান মানে হলো জ্ঞান। তাই জ্ঞান অর্জন করার জন্যে গান আপনাকে শুনতেই হবে। কারন জ্ঞান অর্জন করার জন্য Gaan হলো একটি পথ, একটি উপায় বা বলতে পারেন একটি রাস্তা।


bangla gaan
Bangla Gaan

Bangla gaan টিকে শুরু করলাম:

হায়রে কি আজব এক কল বসাইছেরে

হায়রে কি আজব এক কল বসাইছে

সেই কলে পা দিয়ো না

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


হায়রে কি আজব এক কল বসাইছেরে

হায়রে কি আজব এক কল বসাইছে

সেই কলে পা দিয়ো না

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


বেতন ভাতা দেয় মহাজনে

খরচ করবা কি আয়োজনে।।


বেতন ভাতা দেয় মহাজনে

খরচ করবা কি আয়োজনে

তোমার জমা হিসেব না মিলিলেরে

তোমার জমা হিসেব না মিলিলে

মহাজনে ছাড়বে না

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


মানে না সে কোনো আইন

পড়লে ধরা করবে ফাইন।।


মানে না সে কোনো আইন

পড়লে ধরা করবে ফাইন

তোমার লাইসেন্স সাথে না থাকিলেরে

তোমার লাইসেন্স সাথে না থাকিলে

হবেরে জরিমানা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


বিবেক বেটা রয় ঘুমায়া

জাগাও না ঠেলা মারিয়া।।


বিবেক বেটা রয় ঘুমায়া

জাগাও না ঠেলা মারিয়া

ওরে  ফান্দে ফিকির পড়লে ধরা

ওরে  ফান্দে ফিকির পড়লে ধরা

চলবে না তো বাহানা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


হায়রে কি আজব এক কল বসাইছেরে

হায়রে কি আজব এক কল বসাইছে

সেই কলে পা দিয়ো না

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা

গোলেমালে গোলেমালে ফান্দে পইড়োনা।।


তুলসী মহারানীর মাহাত্ম:

কালিয়া নাগ দমন:

গীতা পাঠ করলে কি হয় ?


Tatto // তত্ত্ব:

মহাজনে - ভগবান।

জমা হিসেব - দেহের ষোলোআনা ধন।

লাইসেন্স - জীবন সঙ্গিনী।

বিবেক বেটা - কুলকুণ্ডলিনি।

গোলেমালে - কুকর্ম।


Conclusion // উপসংহার:

আশা করি আপনারা গানটি বুজতে পেরেছেন। কেমন লাগলো এই ছোট্ট Bangla gaan টি ? কমেন্ট করে জানাবেন। এই Bangladeshi gaan টি নিয়ে আমার আর বেশি কিছু বলার নেই। আজ তাহলে বিদায় দিন। এইরকম আরো অনেক Boul gaan রয়েছে। যেটা দেহ্তত্ত্ব নিয়ে হয়। যদি আপনারা গান পছন্দ করেন, গানকে শুনতে ভালোবাসেন তাহলে আমাকে জানাবেন। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.